আব্দুল মান্নান সিদ্দিকীঃ
ভোলা জেলায় দলীয় কর্মসূচী চলাকালীন পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে
শ্রীনগর-দোহার আন্তঃ সড়কে বিক্ষোভ মিছিল করেছে শ্রীনগর উপজেলা ছাত্রদল।
২ আগষ্ট বিকেল উপজেলার কলেজ গেইটে শ্রীনগর-দোহার আন্তঃ সড়কে ছাত্রদল নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলকারীরা সেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যা ও অসংখ্য নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে নানা রকম স্লোগান দেয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক লিমন মোড়ল,সদস্য সচিব জহিরুল ইসলাম বাদশা, যুগ্ন আহ্বায়ক হাসিব হোসেন,
সদস্য সবুজ মোড়ল, কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমন, শ্রীনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন,শ্যামসিদ্ধি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইলিয়াস হোসেন,সহ-সভাপতি মিতুল হোসাইন,আটপাড়া ইউনিয়নের সিয়াম,আশিক কুকুটিয়া ইউনিয়নের আশিক,সাইদুলসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।