আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ১৫ আগস্ট – জাতীয় শোক দিবস ও ২১আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২১আগস্টবিকেল ৫টার সময় শ্রীনগর দেউলভোগ পূর্ব পাশে প্রস্তাবিত উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সংলগ্ন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু,ঢাকা দক্ষিন সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির,জেলা আঃলীগের সহ-সভাপতি নুরুল আলম চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন,সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া,আবুল কালাম আজাদ ডালু,হাজী মোখলেছুর রহমান।উপজেলা আঃলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর,হারুনু উর রশিদ,সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস জীবন মৃধা,সফিকুল ইসলাম মামুন,জি এস নাজির হোসেন,কার্যকরী সদস্য মিনহাজ উদ্দিন,বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিঃসুব্রত সরকার,শেখ শাহআলম,মাসুূদ পারভেজ,উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন,সাধারণ সম্পাদক হাজী নেসারুল্লাহ সুজন,সেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার,আলমাস হোসেন,সিরাজুল ইসালম,যুবলীগ নেতা মোঃ শামীম,রায়হান মাহমুদ,সাব্বির শেখ,হাসেম হাওলাদার,সহ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।