আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজারের প্রচুর পরিমাণ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে।দামেও কম।
শ্রীনগরের বাগড়া বাজারে প্রচুর পরিমাণ ইলিশ মাছ থাকলেও সকাল ১১ টায় এ প্রতিনিধি বাজার পরিদর্শনের সময় বিক্রেতারা জনান, বাজারে ইলিশ মাছেরদাম ক্রেতাদের নাগালে কিন্তু ইলিশ মাছ ক্রেতা শূন্য।
অপরদিকে আল আমিন বাজারে ইলিশ মাছ বিক্রি জমজমাট।
ইলিশ মাছের দাম ও ক্রেতাদের নাগালের মধ্যে। ছোট্ট ইলিশ তিনটিতে এক কেজি মূল্য মাত্র ৩০০ টাকা।মধ্যম সাইজের ইলিশ ৬ থেকে ৮শত টাকা, বড় সাইজইলিশ ৮শত থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ।
বাজারে ইলিশ মাছ খুচরা বিক্রেতারা জানান, আড়তে মাছের দাম কম হওয়ায় তারাও কম দামে ইলিশ মাছ বিক্রি করতে পারছেন।ক্রেতারাও মাছ কম দামে পাওয়ায় তারাও চাহিদার তুলনায় বেশি মাছ কিনছেন।