আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলার ঢাকা দোহার সড়কের শ্রীনগর পুরাতন ফেরীঘাট থেকে শ্রীনগর উপজেলার মুল শহরে প্রবেশ করতে সড়কটির বেহাল দশা। যাতায়াতে চরমদুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি খানাখন্দে ভরা ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। তাই চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত পথচারী, স্কুল, কলেজ গামী শিক্ষার্থীসহ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সবচেয়ে খারাপ অবস্থায় ইসলামী ব্যাংককের সামনে থেকে শ্রীনগর ফেরীঘাট পর্যন্ত ১ কিলোমিটার সড়কের। দোহার, লৌহজং উপজেলা,পদ্মাসেতু উত্তর থানা, উপজেলার পাটাভোগ ও কোলাপাড়া ইউনিয়নের লোকজন ও শ্রীনগরে স্কুল কলেজ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার লোকজন এ সড়ক দিয়ে উপজেলার শহরে যাতায়াত করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত না করায় বিভিন্ন স্থান দেবে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি সড়কের পিচ, সুরকি, ইট উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই ওইসব গর্তে পানি আটকে থাকে। এতে পিক-আপ ভ্যান, সিএনজি, অটোরিক্সা, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। বিশেষ করে শ্রীনগরেন স্কুল ও কলেজের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয় তাদের। সড়ক দিয়ে চলাচল করতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর এক শিক্ষার্থী আকাশ বলেন, ‘রাস্তার বেহাল দশায় চলাচল করতে খুবই অসুবিধা হয় আমাদের। প্রতিদিন অটো দিয়ে রাস্তা দিয়ে অটোর ঝাঁকুনিতে শরীর ব্যাথা হয়ে যায়।
শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন বলেন, ফেরিঘাট থেকে শ্রীনগর ইসলামী ব্যাংকের সামনে পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরা। এই রাস্তা দিয়ে দক্ষিন পাশে লোকজ�