আব্দুল মান্নান সিদ্দিকীঃ
হেমন্ত কালে হঠাৎ করে শীত আগমনে, লেপ তোষক কারিগরদের কাজের ব্যস্ততা বেড়ে গেছে।
লেপ তোষক তৈরিকৃত কারিগররা জানান, সারাবছর তারালেপ তোষকের তৈরির কাজ তারা পেয়ে থাকেন,তবে পরিমাণে কম ।শীত আসার পরই এর চাহিদা বেড়ে যায়।লেপ তোষক তৈরিতে তারা বিভিন্ন প্রকার তুলা ব্যবহার করে থাকেন।যেমন গার্মেন্টস তুলা, শিমুলতুলা ও কাপাস তুলা। তুলার মান অনুযায়ী লেপ তোষকের দাম ও ভিন্নতা রয়েছে বলে জানান তারা।
লেপ তোষকের কারিগররা দুভাবে বিভক্ত হয়ে কাজ করে থাকেন।যাদের দোকান বাজারে রয়েছে তারা দোকানে, অন্য কারিগররা দলবদ্ধভাবে গ্রামে বাড়িতে গিয়ে লেপ তোষক তৈরি করে থাকেন।ক্রেতারা তাদের সুবিধা মতো স্থান থেকে তাগ্রহণ করেন।