মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)ঃ
দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল ২৪ ডিসেম্বর শনিবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার রূপগঞ্জ সংবাদদাতা এম.এ মোমেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ মকবুল হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার রাসেল মাহমুদ, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জ সংবাদদাতা শফিকুল আলম ভুঁইয়া, আরটিভির রূপগঞ্জ প্রতিনিধি এস এম রোবেল মাহমুদ, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি ইমদাদুল হক দুলাল, দৈনিক ভোরের ডাক পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি এ আর ইব্রাহীম, সাংবাদিক মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহি, সোহেল কবির মোঃরাসেল মোল্লা প্রমুখ।
পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।