মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ( নারায়ণগঞ্জ):
প্রতি বছরের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীত বন্ত্র বিতরণ করা হয়েছে। আজ ৩ জানুয়ারী মঙ্গলবার সকালে ইছাপুরা বাজার আইএফআইসি ব্যাংক শাখা ব্যবস্থাপকের উদ্যোগে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের ইছাপুরা বাজার শাখা ব্যবস্থাপক মোঃ রায়হান কাওছার, কাষ্টমার সার্ভিস ম্যানেজার, মোঃ আবু জাফর সাদেক আল রাজী, রিলেশনশিপ অফিসার, ফরিদ আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোমেন মোল্লা। সমাজ সেবিকা লাকি আক্তার। ব্যবসায়ী ও সমাজ সেবক সালাউদ্দিন খান, রাজু আহম্মেদ, মোঃ আতিক মিয়া, ইছাপুরা বাজার পুজা কমিটির সভাপতি বাবু, ব্যাংকের গ্রাহকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার রনি আহম্মেদ প্রমূখ।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ইছাপুরা বাজার শাখা ব্যবস্থাপক মোঃ রায়হান কাওছার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা শতাধিক অসহায়, হতদরিদ্র ও সমাজের শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিতে পেরে আমরা আনন্দিত। সকলে আমাদের প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা ও মালিক পক্ষের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতি বছর এই এলাকার অসহায় মানুষের পাশে দাড়াতে পারি।