আব্দুল মন্নান সিদ্দিকী মুন্সিগঞ্জ হতেঃ
সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজারে সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী ইলিশ মাছ ক্রয় বিক্রয় হচ্ছে না।ইলিশ মাছ বাজারে না থাকায় বিকল্প মাছের ওপর দামের প্রভাব পড়েছে বলে জানা যায।
খাল, বিল নদীরছোট-বড় মাছ সব মাছ প্রকারভেদে ৩০থেকে ৫০টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে।গরুর মাংস, সোনালি মুরগি, বয়লার মুরগি কেজিতে ২০থেকে টাকা বৃদ্ধি পেয়েছে ।
বয়লার মুরগি দোকানদার আলমগীর এ প্রতিনিধিকে জানান,
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ পল্টি মুরগি কেজিতে ১০টাকা বৃদ্ধি পেয়েছে,গত সপ্তাহে তিনি পল্টি মুরগি ১৬০টাকা করে বিক্রি করেছেন। বর্তমানে তা বিক্রি করতে হচ্ছে ১৭০ টাকায়। সোনালী মুরগী কেজিতে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। সকল প্রকার মুরগির দাম বৃদ্ধি পাওয়ায় তিনি তার দোকানের স্বল্প পরিমাণে পল্টি মুরগি রেখেছেন।
মুরগির ডিম বিক্রেতা রতন খান এ প্রতিনিধিকে জানান, পল্টি মুরগি ডিমের দাম হালিতে দু টাকা বৃদ্ধি পেয়ে৪৮টাকা স্থলে৫০ টাকায় বিক্রি হচ্ছে।