আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন হাট-বাজারে মৌসুমি ফলে বাজার সয়লাব ।এসেছে বিভিন্ন জাতের আম, কাঁঠাল, লিচু। মানভেদে আম প্রতি কেজি বিক্রি হচ্ছে দু’শত হতে একশত বিশ টাকা। একশত লিচু বিক্রি হচ্ছে চার শত হতে দু শত টাকায়। কাঁঠাল বড়,, মধ্যম ও ছোট আট শত,পাচ শত, তিন শত টাকায় ।
উচ্চবিত্ত এ ফল কিনতে সাহস পেলও মধ্য ও নিম্ন বিত্তরদের নাগালের বাইরে বলে জানালেন ভোক্তারা।
এ ব্যাপারে ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা এ প্রতিনিধিকে জানালেন, নতুন ফল বাজারেএসেছেবেশি দামে আরত হতে কিনতে হয়েছে তাই দাম একটু বেশি। কয়েকদিনের মধ্যেই বাজার নিয়ন্ত্রণ আসবে বলে তারা আশাবাদী।