আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জে মুষলধারে বৃষ্টি গোখাদ্যের ঘাসের জমি তলিয়ে যাচ্ছে খামারীওকৃষকের চোখে-মুখে চিন্তার ভাঁজ।
কয়েকদিন ধরে ধারাবাহিক মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে। মুন্সীগঞ্জে নিম্নাঞ্চল জমি গুলো তলিয়ে যাচ্ছে মৌসুমী ধান,সবজি,গোখাদ্য ঘাস।
গোখামারী শাহ আলম এ প্রতিনিধিকে জানান, তার খামারে ১৪ টি গরু রয়েছে। গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস, মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে জমিরখাস তলিয়ে যাচ্ছে।
গোখামারী জাহাঙ্গীর মূর্ধাএ প্রতিনিধিকে জানান, তার খামারে আটটি গরু রয়েছে তারজমি ও পানিতে তলিয়ে যাচ্ছে এতে তারা চিন্তিত।
সবজি বিক্রেতা আব্দুল গফুর এ প্রতিনিধিকে জানান, তিনি বছর ব্যাপী সবজি বিক্রি করে সংসার চালান, বৃষ্টির কারণে তার জমিতে পানি ঢুকেছে, এইভাবে বৃষ্টি হলে সবজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সবজি ছাড়াও তিনি ধানের আবাদ করেছেন।
তিনি জানান প্রকৃতির উপর কারও হাত নেই তারপর ও তার চোখে মুখে চিন্তার ভাঁজ।