আব্দুল মান্নান সিদ্দিকীঃ
আর মাত্র২ দিন পরই পবিত্র ঈদ-উল-আযহা অর্থাৎ কুরবানীর ঈদ। সকল হতাশা কাটিয়ে জমে উঠেছে পশুর হাট। বিভিন্ন জেলা হতে আগত কুরবানীর পশুতে কানায় কানায় ভরে গিয়েছে কোরবানির পশুহাট। ক্রেতাদের সরগরম উৎসবমুখর পরিবেশ। ক্রেতাদের পছন্দের তালিকায় ছোট পশু। হাটগুলোতে প্রচুর পরিমাণ ছোট বড় পশু রয়েছে। বড় পশুর তুলনায় ছোট পশুর দাম অধিক,ক্রেতারা ঘুরে ঘুরে তাদের পছন্দের পশু কিনছেন দাম একটু বেশি হলেও হাসিমুখে তাগ্রহণ করেবেশি দামে ক্রয় করেবাড়ি ফিরছেন। শিশু-কিশোররা তাদের কুরবানীর পশু পেয়েঈদের উৎসব শুরু করে দিয়েছে।