আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জে গ্রাম অঞ্চলে ভোরে শীতওমৃদু কুয়াশা। দিনে গরম।
সুজন সুফলা শস্য শ্যামলা ষড়ঋতু দেশ মোদের সোনার বাংলাদেশে হেমন্ত ঋতু আসার সাথে সাথে গ্রাম অঞ্চলে শীতের আগমন ঘটেছে।মুন্সীগঞ্জ গ্রাম অঞ্চল ও তার ব্যতিক্রম নয়।
ভোরে শীতও মৃদু কুয়াশা বেলা বাড়ার সাথে আবার গরম।
সন্ধ্যাঘনিয়ে এলে শীতের আগমন ঘটে।
অনেকে শীতের পোশাক পড়তে শুরু করছেন,রাতের বেলা শীত নিবারণের জন্য ব্যবহার করা হচ্ছে লেপ, তোষক।হঠাৎ শীত ও গরম সংমিশ্রণ শিশু ও বয়োবৃদ্ধরা শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছেন।
বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ এই সময়ে ওযু, গোসল, পানি পানে হালকা কুসুম গরম পানি ব্যবহার সর্বোত্তম। এছাড়াপরিষ্কার পরিচ্ছন্ন শীতকালীন পোশাক পড়তে হবে।
বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ক্রমে ওষুধ খেতে হবে।