• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ইলিশে বাজার ভরপুরঃ দাম হল চড়া

Lovelu / ১৫৬ Time View
Update : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকঃ

ইলিশের ভরা মৌসুম চলমান হওয়ায়মাছের দাম ক্রেতাদের লাগালে থাকার কথা থাকলেও দাম কমেনি। ছোট ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০টাকা। ছোট থেকে একটু বড় ৬০০ -৮০০ টাকা, মধ্যম মানের ১০০০- ১২০০টাকা,বড় ১৫০০-১৮০০টাকা কেজি।

,মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আল আমিন বাজারের মাছ বিক্রেতা রিপন মুন্সীএ প্রতিনিধিকে জানান,আড়ত হতেই বেশি দামে মাছ কিনতে হয় তাই বাধ্য হয়েই তাদের এ দামে বিক্রি করতে হচ্ছে।

বাঘরা বাজারের মাছ বিক্রেতা ভবদাস এ প্রতিনিধিকে জানান , আড়তেইলিশের দাম চড়া তাই তিনি আজ (২৪আগস্ট)মাছ ক্রয় করেননি। আলহাজ্ব আব্দুল জলিল সাহেব এসেছিলেন ইলিশ মাছ ক্রয় করতে বড় ইলিশ মাছের কেজি কতজানতেবিক্রেতারা জানান ১৮ শত টাকা কেজি , পরেতিনি ৮শত টাকা কেজি দরে ইলিশ মাছ কেনেন,

মোখছেদা নামক একজন ইলিশ মাছ ক্রেতা এ প্রতিনিধিকে জানান,তিনি একটি বড় সাইজের ইলিশ সতেরশত টাকা কেজিতে কিনলেন মাছটি তরতাজা এবং ভালো মানের তবে ইলিশের ভরা মৌসুম হিসাবে দাম একটু বেশি বলে মনেহচ্ছে। ক্রেতা আবেশসাহেবের পছন্দ ডিমওয়ালা ইলিশ তিনি একটি বড় সাইজের ইলিশ কিনেছেন এ প্রতিনিধিকে জানান দাম নিয়ন্ত্রণ এর মধ্যেই রয়েছে।

ভরা মৌসুমে ইলিশমাছেরদামতুলনামূলক বৃদ্ধি হওয়ায় সাধারণ ক্রেতাদের ইলিশ মাছ কিনতে হিমশিম খেতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category