নিজস্ব প্রতিবেদকঃ
১৮ সেপ্টেম্বর বাদ আসর মুন্সিগঞ্জ সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকীর বাসভবনে তার পিতা-মাতার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিলেরআয়োজন করা হয়। মাহফিলটির সঞ্চালনায় দায়িত্বে ছিলেন মোঃ আলম সিদ্দিকী।
, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন যথাক্রমে মাওলানা লোকমান হোসেন,হাফেজ মাওলানা আবু সাঈদ, দোয়ামাহফিল শেষেউপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ দোয়া মাহফিলে নিকটতম আত্মীয় স্বজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকীর পিতা মরহুম আবু বকর সিদ্দিক ১৯৭২সাল হতে আজীবন ২০০৭পর্যন্ত চাঁদপুর পুরান বাজারেঅবস্থিত স্টার আল কায়েদজুটমিলে বিদ্যুৎ বিভাগেউপসহকারী বিদ্যুৎ প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন।
ওসমান সিদ্দিকী সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকীর ছোট ভাই মহিউদ্দিন ( মহন সিদ্দিকী)র একমাত্রপুত্র । মহিউদ্দিন তারএকমাত্র সন্তান ওসমান সিদ্দিকী ইজানের এদিন জন্মদিন হওয়ায় সকলের কাছে তার জন্য দোয়া চান।