আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২৯ অক্টোবর হতে তিন দিনব্যাপী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন বাগড়া ইউনিয়নের বাগড়া বাজারের পদ্মা নদীর পাড়ে পালা গানের আয়োজন করা হয়।প্রথম দিন পালা গানে অংশগ্রহণ করেন বাউল শিল্পী আরিফ ও শিরিন।পালা গানটি রাত দশটা হতে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে।
এপালা গানটি শোনার জন্য দূর-দূরান্ত হতে আগত শত শত সংগীত প্রিয় মানুষের সমাবেশ ঘটে কানায় কানায় ভরে যায় পদ্মা নদীর পাড়।সারারাত জেগে তারা গানটি শুনেন ও উপভোগ করেন।
জারি সারি ভাটিয়ালি,ভাওয়াইয়া, পল্লীগীতি পালাগান গ্রাম বাংলার মানুষের সবচেয়ে পছন্দের গান।সারারাত জেগে গান শুনার পরও একটুও ক্লান্তি হননি বলে জানান কয়েকজন বয়োজ্যেষ্ঠ সংগীত প্রিয় মানুষ।