আব্দুল মান্নান সিদ্দিকীঃ
১৭অক্টোবর মুন্সিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ-পরিবেশে ৬টি উপজেলার ৬টিকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।এরমধ্যে শ্রীনগর উপজেলা শুধুমাত্র সংরক্ষিত মহিলা আসন-১ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সিকিউরটি অফিসার, বি এল এফের প্রধান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন।
সাধারণ সদস্য পদে বিজয়ীরা হলেন ১নং ওয়ার্ড (সিরাজদিখান) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাসুদ লস্কর।
২নং ওয়ার্ড র্শ্রীনগর এম মাহবুব উল্লাহ কিসমত(বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
৩নংওয়ার্ল্ড লোহজং হাতি প্রতীক সিরাজুল ইসলাম মৃধা। ৪নংওয়ার্ড তালা প্রতীক (টঙ্গীবাড়ী) আতিকুর রহমান শিল্পী। ৫নংওয়ার্ল্ড তালা প্রতীক মুন্সিগঞ্জ সদর আক্তারুজ্জামান জীবন। ৬নংওয়ার্ড গজারিয়াহাতি প্রতীক সাইদুর রহমান খান বিজয়ী হয়েছেন।
সংরক্ষিতমহিলা সদস্য পদে বিজয়ী হলেন,১নংওয়ার্ড (সিরাজদিখান, শ্রীনগর, লৌহজং) হেলেনা ইয়াসমিন কলম প্রতীক। ২নংওয়ার্ড (টঙ্গীবাড়ী,মুন্সীগঞ্জ সদর, গজারিয়া)বই প্রতীক। মুর্শিদা বেগম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলেন৯২২জন। পুরুষভোটার ৭০৪জন , নারী ভোটার২১৮জন। ৫টিসাধারনওয়ার্ডে প্রার্থী ছিলেন ২০ জন ও সংরক্ষিত আসনে ৮জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।