মীরসরাইয়(চট্টগ্রাম)থেকেঃ
আনন্দের আহার নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে সংগঠনের চলতি মাসের কার্যক্রম হিসেবে চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীর ইসলামপুর মোহাম্মদীয়া নূরানী হাফেজীয়া মাদ্রাসা কুরআনের পাখিদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ এবং দুপুরের খাবারের আয়োজন করা হয়।
রবিবার (২ অক্টোবর) আনন্দের আহার সংগঠনের পরিচালক সাদেক এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার জমি দাতা ও পরিচালক জনাব মোঃ ইকবাল হোসেন, উক্ত মাদ্রাসার শিক্ষক জনাব মোঃ শরীফুল ইসলাম, জনাব মোঃ ইমরান হোসেন, জনাব মোঃ উসমান গণী, জনাব হাফেজ মোঃ শরীফুল ইসলাম।সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সদস্য আজাদ, মিরাজ, মাহিন, মাহি, রেদোয়ান, কামরুল, ইমন, রুবেল সহ প্রমুখ ।
সংগঠনের পরিচালক সাদেক বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে আমরা যাত্রা শুরু করি । সংগঠনটির অধিকাংশ সদস্য শিক্ষার্থী। তারা তাদের নাস্তার টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করে প্রত্যেক মাসে এই ধরনের কার্যক্রম সম্পন্ন করি।
খাবার পেয়ে উচ্ছ্বসিত কুরআনের পাখিরা। তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পেরে খুশি সংগঠনের নেতৃবৃন্দ।