নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার সটাকী-সুগন্ধি গ্রামে দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হিন্দু সম্প্রদায়সহ বিনামূল্যে ১৫ অসহায় ও বেকার দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন এবং শিশু কিশোরসহ ১০ শারীরিক প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার সটাকী বাজার আহম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গরীব এতিম কল্যানট্রাষ্ট ইউকে এর অর্থায়নে পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিএইপি কোরআনের আলো প্রতিযোগিতার নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মোঃ আবু ইউসুফ ও ইংল্যান্ড প্রবাসী ছালেহি আহমেদ হামিদি যৌথ উদ্যোগে এসব সেলাই মেশিন ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান সটাকী বাজার আহম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ আবু ইউসুফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু।
উপজেলার সটাকী বাজার আহম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ হুমায়ন কবিরের সঞ্চালনায় এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ ব্যবস্থাপনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ আনিসুল হক,ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার,।
এতে আরো বক্তব্য রাখেন, শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজ এর অধ্যাক্ষ শরীফ উল্লাহ, শিক্ষানুরাগী মোঃ আলী আর্শাদ, মিজানুর রহমান মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মাদ্রাসার ছাত্র,শিক্ষক,মসজিদের ইমামগনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।