• বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

মতলব উত্তরে মাস্ক নিয়ে মাঠে নৌ-পুলিশ

Lovelu / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

‘মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির উদ্যোগে করোভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মোহনপুর পশুর হাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এই মাস্ক বিতরণ করেন চাঁদপুর অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। মাস্ক বিতরণ অনুষ্ঠানে নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান কীভাবে মাস্ক ব্যবহার করলে করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষা রাখা যায় এই বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ক্রমান্বয়ে বাড়ছে। এ জন্য সকলকে সচেতন থাকতে হবে। পরিবারের সবাই মাস্ক পড়ার অভ্যাস গড়ে তোলতে হবে। ‘আসুন সবাই মাস্ক পড়ি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি’ এই স্লেøাগানকে সামনে দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি । মাস্ক বিতরণ অনুষ্ঠানে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ’সহ অন্যান্য নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রন চাঁদপুর অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, একজন ব্যাপারী অনেক কষ্ট করে তার পশু পালন করে বিক্রির জন্য নিয়ে আসেন। তার গরুর রশি ধরে টান দেয়া হবে, তা হবেনা। সে যে হাটে ইচ্ছা সেই হাটেই যাবে। তাকে জোর করে কোথাও নামানো যাবেনা। নৌ পথে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি রোধে বাড়তি টহল ও নিরাপত্তা জোরদার করেছি। আশা করি কোথাও কোণ অভিযোগ থাকবেনা, যদি কোন অভিযোগ পাওয়া যায় বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা।

অভিযোগ থাকে গরুর ব্যাপারী তাদের ইচ্ছামতো হাটে যেতে চাইলেও অনেক সময় রশি টেনে তাদের জোর করে থামিয়ে গরু নামিয়ে নেওয়া হয়। এ ধরনের কাজ করতে দেওয়া হবে না। কেউ এ ধরনের চেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। ব্যাপারীরা যে হাটে ইচ্ছা সে হাটে গরু নামাবেন। সব প্রতিকূলতা উপেক্ষা করে নৌ পুলিশ নৌপথে নিরাপত্তা প্রদান করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category