• বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

মতলব উত্তরে কিশোর অপরাধ দমনে পুলিশের পদক্ষেপ

Lovelu / ১৬৪ Time View
Update : শনিবার, ২ জুলাই, ২০২২

সুমন আহমেদঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কিশোর অপরাধ দমনে পুলিশ পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর অপরাধ, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা করছে মতলব উত্তর থানা পুলিশ।

শনিবার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক সভা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ। এ ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল সভা করছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের অধিকাংশই কিশোর। এসব অপরাধ দমনে কলেজ ও স্কুল চলাকালে বা ছুটির সময় কোন কিশোর এ সকল প্রতিষ্ঠানের সামনে দিয়ে অহেতুক ঘোরাঘুরি করলে পুলিশ তাদেরকে আটক করবে। অপ্রাপ্ত বয়স্ক কোনও কিশোর শহরে জিকজ্যাক স্টাইলে আঁকাবাঁকাভাবে মটর সাইকেল চালালে বা সন্ধ্যায় স্কুল, কলেজের শিক্ষার্থীদের কোথাও আড্ডা বা অহেতুক ঘোরাঘুরি করলে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হবে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ বলেন, অপ্রাপ্ত বয়স্ক বা কিশোর মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মটরযান আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ মনে করে ইউরোপ, আমেরিকার বিভিন্ন ষ্টার, সুপার ষ্টারদের মত হেয়ার স্টাইল করা ও পোষাক পরিধান করার মতো কালচার এখনও আমাদের দেশের মফস্বল শহরগুলোতে গড়ে ওঠেনি।

তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ১৮ বছরের উপরে যাদের বয়স তাদের মানবাধিকারের ব্যাপারে পুলিশ কোন হস্তক্ষেপ করছে না। প্রতিটি মানুষেরই নিজস্ব পছন্দ ও মতামত রয়েছে। কিশোর অপরাধ বৃদ্ধির কারনে পুলিশ শুধু অপ্রাপ্ত বয়স্কদের ব্যাপারে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category