নিজস্ব প্রতিবেদকঃ
উত্তর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হমতলবয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার বিকালে উপজেলার কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো. আল এমরান খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুজাম্মেল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহাদাৎ করিম সংগ্রাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একেএম আজাদ, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম প্রমুখ।