গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম রেজার আম্মা গত ৮ অক্টোবর রোজ শনিবার দিবাগত-রাত আনুমানিক দেড়টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্না,,রাজেউন)। মৃত্যু কালে মরহুমার বয়স হয়েছিলো আনুমানিক (৬৫) বছর। মৃত্যু কালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুন গ্রাহী ও আত্ত্বীয় স্বজন রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ ০৯ অক্টোবর ২০২২ ইং রোজ রবিবার যোহর নামাজ বাদ নাও- ভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গাজী মুক্তার হোসেন। জানাজা পরান ফরাজী কান্দি দরবার শরীফের মোহতামিম ওয়াই সিয়া, রেফারী মাসুদুর রহমান।
জানাজায় উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ উল্লা প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবান সরকার সুভা, একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, ছেংগাচর পৌর সভার সাবেক ভার প্রাপ্ত মেয়র আঃ মান্নান বেপারী, মহনপুর ইউনিয়ন পরিষদের ভার প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইব্রাহিম, আওয়ামিলীগ নেতা বোরহান উদ্দিন, ছেংগারচর পৌর আওয়ামিলীগের ভার প্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারী, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও ও উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে হাতি প্রতিকের প্রার্থী মিনহাজ উদ্দিন খান, মেঘনা ধনাগো পানি ব্যবস্হাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ নির্বাচনে তালা প্রতিকের সদস্য পদ প্রার্থী সরকার মোঃ আলাউদ্দিন, ছাত্র লীগ নেতা আলমাহমুদ টিটু মোল্লা, এ্যাড সেলিম মিয়া, ছাত্র লীগ নেতা রহমত উল্লাহ লিখন সহ অসংখ্য রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজায় অংশ গ্রহণ কারী সকলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।