নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ মোসলেম উদ্দিন খানের কবর জিয়ারত করেছেন চাঁদপুর ২ আসনের ৪ বাবের সংসদ সদস্য সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মরহুম নুরুল হুদা সাহেবের সুযোগ্য সন্তান বিএনপি নেতা তানভীর হুদা শুভ।
রোববার (১০ অক্টোবর ) বিকেলে মরহুমের গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নিজ বাড়ীর পাশে চিরনিদ্রায় শায়িত সমাজ সেবক মোসলেম উদ্দিন খান এর কবর জিয়ারত করেন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
কবর জিয়ারত শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে এবং বিশিষ্ট সমাজ সেবক মোসলেম উদ্দিন খানের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবন ও মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,মন্ত্রীপুত্র বিএনপি নেতা তানভীর হুদা শুভ।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মামুন ও ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্করের যৌথ সঞ্চালনায় মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মিজানুর রহমান চৌধুরী,বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকার,মোবারক হোসেন,মাঝহারুল ইসলাম রাজন,মহসিন মন্ডল,মতলব উত্তর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার,ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনির মোল্লা,গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম সরকার,বিএনপি নেতা মোঃ টিপু ফরাজী, মোঃ হান্নান লস্কর,শাহজাহান খান,আজিজ খান,মান্নান খান,আহাম্মদ উল্লাহ,আবু তাহের সুমন,ছেংগারচর পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল খান,ছাত্রদল নেতা,মুরাদ হোসেন,নাদিম ভুইয়া সহ,মতলব উত্তর উপজেলার বিএনপি,যুবদল,ছাত্রদল ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা তানভীর হুদা বলেন, বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক মোসলেম উদ্দিন খান একজন খাঁটি ও ত্যাগি নেতা ছিলেন। তিনি ছাত্ররানীতি থেকে শুরু করে রাজনৈতিক বর্ণাঢ্য জীবন অতিবাহিত করেছেন। তাঁর রাজনৈতিক বর্ণাঢ্য জীবন সর্ম্পক বলে শেষ করা যাবেনা। আমরা তাকে হারিয়ে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা পুরন হওয়ার নয়। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এসময় তিনি বিএনপির সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।