• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

মতলবে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

Lovelu / ১৩৮ Time View
Update : সোমবার, ৪ জুলাই, ২০২২

আল-আমিন ভূঁইয়াঃ

চাঁদপুরের মতলব দক্ষিণে উদ্বোধন করা হয়েছে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের। সোমবার(৪ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক বাস্তবায়িত টেজনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডাপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ টেকাব ২য় পর্যায় শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে চলতি জুলাই মাস থেকে আগস্ট পর্যন্ত ২মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক আলম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, ফারুক আহমেদ বাদল, জহিরুল ইসলাম আলেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ, কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, কাউন্সিলর পিন্টু সাহা, কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল-ইমরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, আনোয়ার সরকার, মতলব পৌর কৃষক লীগের আহ্বায়ক গোলাম হায়দার মোল্লাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষনার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category