নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। নিহত রিফাত আহমদ রাফি (১১) উপজেলার বৈথ্যনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে ওটারচর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। আহত জান্নাতী (১৪) উপজেলার মালাইর কান্দি গ্রামের আলী হোসেনের মেয়ে। সে এবার ওটারচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এছাড়াও ট্রলি গাড়ির মালিক শাহআলম (৪৫) ও আহত হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, ৬ মার্চ রবিবার সকাল ৯টার দিকে রিফাত বাজার করতে গজরা বাজারে যায়।আাসর পথে মালাইরকান্দি রাস্তার বাম পাশে তার সাইকেল থামিয়ে দাঁড়িয়ে ছিল। এমন সময় গজরা বাজারের কাঠ ব্যাবসায়ী শাহআলম ও তার ট্রলির ড্রাইভার বেপরোয়া ভাবে চালিয়ে উল্টা দিকে গিয়ে রিফাতকে ধাক্কা দেয় এবং পাশের ঘর থেকে বের হতেই জান্নাতি নামে এক কিশোরীর পায়ের উপর দিয়ে চালিয়ে দেয়। রিফাতকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুল হাসান তাকে মৃত গোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল বলেন, সকাল সাড়ে নয়টার সময় হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত রাফি নামে একজনকে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা করে তাকে মৃত গোষনা করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মতলব উত্তর থানার এসআই রমিজ। তিনি জানান, রাফি রাস্তার বাম পাশে সাইকেল থামিয়ে দাঁড়িয়ে ছিল। আর জান্নাতি ঘর থেকে বের হয়ে রাস্তায় আসার সময় ট্রলিটি বেপরোয়া ভাবে চালিয়ে উল্টা দিকে গিয়ে রাফি ও জান্নাতকে থাকা দেয়। এতে রাফি মারা যায় ও জান্নাত আহত হয়েছে। ট্রলি গাড়িটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কামাল বলেন, ঘটনাটি জানারপর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ট্রলি গাড়িটি জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।