স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব পৌরসভার ৭নং ওয়ার্ডের নলুয়া মরহুম ছেবত আলী প্রধানীয়া বাড়িতে নব নির্মিত মসজিদের শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু।
২২ জুলাই জুম্মার নামাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন পাটওয়ারী, ফারুক পাটওয়ারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, জেলা পরিষদের সাবেক সদস্য আল-আমিন ফরাজী, জেলা পরিষদের সাবেক সদস্য ও মতলব উত্তর ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, মতলব উত্তর ছাত্রলীগের সদস্য সচিব তামজিদ সরকার রিয়াদ, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন মোঃ কচি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক মৃধা, সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ মৃধা, যুবলীগ নেতা অ্যাডঃ আল-আমিন উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিপন মিয়া, যুবলীগ নেতা কামাল হোসেন, মতলব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল ফরাজী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফ পাটওয়ারী, ছাত্রলীগ নেতা শরীফ হোসেন, নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুজ্জামান মুন্সি, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কাউসার আহমেদসহ মুসিল্লবৃন্দ।