মাহবুব আলম লাভলুঃ
বুধবার (২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ১০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার(ভূমি)মোঃ হেদায়েত উল্যাহ। অভিযানকালে সহযোগিতা প্রদান করে বাংলাদেশ কোস্টগার্ডের একটি প্রশিক্ষিত দল ও উপজেলা মৎস্য অফিস।
সহকারী কমিশনার(ভূমি)মোঃ হেদায়েত উল্যাহ বলেন, সরকারি আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে। মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।