স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২২ উপলক্ষে সমন্বয় কমিটির সভা ৩ আগস্ট( বুধবার) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা প্রধানসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভাটি পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার আবু জাহেদ ভূঁইয়া। সভায় ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।