মোঃ শহীদ হাসান,সাতক্ষীরাঃ
জাতির শ্রেষ্ঠ সন্তান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সন্তানেরা বীর মুক্তিযোদ্ধাদের সাথে বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোক আজ সাতক্ষীরা জেলা শিল্প কলা একাডেমিতে মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে বিভিন্নভাবে তাদের খোঁজ খবর নেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর -০২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি । বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব কাজী মনিরুজ্জামান, পুলিশ সুপার, সাতক্ষীরা । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের লোকজন।
অনুষ্ঠানে মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধার আশ্বাস দেন ।