মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)ঃ
এসেছে কার্তিক মাস বইছে শিতের হাওয়া, কৃষক নেমেছে মাঠে, চাষ করছে বিভিন্ন জাতের আলু, বাংলাদেশের খাদ্য ভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুর জেলা এ জেলার বিরামপুর উপজেলার চাষিরা মেতে উঠেছে আলু চাষে, আগাম আলু চাষ করে অধিক লাভবান হবার আশায় বর্তমানে মাঠে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন তারা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মাঠের জমিতে অন্যান্ন সবজির পাশাপাশি বেশির ভাগ জমিতে আলু চাষ করছেন। সরেজমিনে, পৌরসভার ভবানীপুর মুন্সিপাড়া মাঠে গিয়ে দেখা মিলল কৃষক ঐ মহল্লার আফজাল হোসেন, আবুবক্কর সিদ্দিক এবং আব্দুর জলিলের সাথে জানতে চাইলে তারা বলেন, ট্রাকটর দিয়ে জমি চাষ করে তৈরি করে বীজ আলু জমিতে লাইন ধরে রোপন করেছি। এক বিঘা জমিতে প্রায় ১০ থেকে ১২ মণ বীজ আলুর প্রয়োজন হয়। এসব বীজ আলু ১৫ শত থেকে ২ হাজার টাকা প্রতি মণ হিসেবে ক্রয় করছেন তারা।
তারা আরো বলেন, খরচ হয় ৩৩ শতাংশ এক বিঘা জমিতে আলু চাষ করতে ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা। তবে বিঘা প্রতি ৪৫ থেকে ৫০ মণ আলুর ফলন হয়। লাগানোর ২ মাসের মধ্যেই ফসল ঘরে তুলেন কৃষক। আলু চাষের মৌসুম হলেও বেশি দাম পাবার আশায় কার্তিক মাসেই আগাম আলু চাষ করছেন কৃষকেরা।
বিরামপুর কৃষি অফিসার নিক্সোন চন্দ্র পাল জানান, চলতি আলু মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার অনেক জায়গায় কৃষকেরা ভাল দাম পাবার আশায় আগাম আলুর চাষ শুরু করেছেন। আলুর জাত জাত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডাইমন্ড, কাঠিলাল, রোমানা, শাটাল এছাড়াও বলেন, আমরা বিভিন্ন সময় চাষিদের সার্বিক পরামর্শ দিয়ে আসছি।