মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)ঃ
বিরামপুরে তালামাই সরেন (৬০) নামের এক আদিবাসী বৃদ্বার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু নিয়ে চলছে নানা গুঞ্জন।
নিহত তালামাই সরেন (৬০) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খাঁনপুর ইউনিয়নের নয়ানি খোশালপুর গ্রামের ফজলু বাস্কের স্ত্রী।
শুক্রবার (১৪ অক্টোবর) ভোর রাতে বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের নয়ানি খোশালপুর গ্রামে এ র্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ঘরের বারান্দায় আদিবাসী তালামাই সরেনের (৬০) লাশ পড়ে থাকতে দেখতে পাই। স্বাভাবিক মৃত্যু মনে করে তাঁর পরিবার মরদেহটি মাটি দেওয়ার প্রস্তুতি নেয়। এসময় স্থানীয়রা থানা পুলিশকে ফোন দেয়। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তালামাই সরেনের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, পুলিশ খবর পেয়ে তালামাই সরেনের মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে। তালামাই সরেনের দেহে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, এঘটনায় তালামাই সরেনের স্বামী ফজলু বাসকে (৬৫) কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছি।এছাড়াও ময়নাতদন্তের রিপাের্ট এলেই স্পষ্ট হবে এটি হত্যা, আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু।