মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা):
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে সংসদ সদস্য হতে চান সদ্য প্রয়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি’র মেয়ে ফারজানা রাব্বী বুবলী। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকার খুশির স্ত্রী।
ফারজানা রাব্বী বুবলী ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে তার বাবা ফজলে রাব্বী মিয়ার প্রধান নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন । ইতোমধ্যে গাইবান্ধা-৫ আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বর্তমানে পুরো নির্বাচনী এলাকা জুড়ে রয়েছে তার পোস্টার ও ব্যানার-ফেস্টুন। তবে উক্ত আসনে বুবলী ছাড়াও মনোনয়ন পেতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনসহ স্থানীয় কয়েকজন নেতা প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে।
ফারজানা বুবলী নবধারা নিউজ ২৪ ডট কমকে জানান , ‘প্রায় দুই যুগ ধরে বাবা ফজলে রাব্বীর সার্বক্ষণিক রাজনৈতিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে কাজ করেছি। আমার বাবার অনেক কাজ এখনো অসমাপ্ত রয়েছে। সে কাজগুলো সমাপ্ত করতে পারলে বাবার আত্মা শান্তি পাবে। ফুলছড়ি উপজেলায় আমার শ্বশুরবাড়ি এবং সাঘাটা উপজেলায় বাবার বাড়ি হওয়ার সুবাদে প্রায় ৪৫ হাজার আত্মীয়স্বজন ভোটার রয়েছে। যাদের অধিকাংশ কোনো ধরনের পদ পদবিতে না থাকা সত্ত্বেও চোখ বুজে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমৃত্যু সততার সঙ্গে কাজ করেছেন আমার বাবা। এখনো অনেক কাজ বাকি। আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।’
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন ২৩ জুলাই, ২০২২ ইং থেকে তার গাইবান্ধা-৫ আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপে অগ্রসর হবেন।