মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা):
গাইবান্ধার ফুলছড়িতে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার উড়িয়া ইউনিয়নের গুণভরি উচ্চ বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ চলাকালীন বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক শফি মাহমুদ প্রমুখ।
এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারনা লাভ করবেন এবং ভিডিপি প্লাটুনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। ৩২জন পুরুষ এবং ৩২ জন মহিলার সমন্বয়ে গঠিত দু’টি প্লাটুনে ৬৪ জন প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।