• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
Headline
ফুলছড়িতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১ বৃদ্ধ আটক মতলবে মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা  মতলবে যৌথবাহিনীর অভিযানে ২ দালাল আটক  বিরামপুর ২৬ শেষ মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ আওয়ামী ফ্যাসিবাদের পতন ও বিদায় হলেও দেশ এখনো ঝুঁকিমুক্ত নয়ঃ অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম শ্রীনগর পাটাভোগ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শিশু ধর্ষণের প্রতিবাদে মতলব উত্তরে মইনীয়া যুব ফোরামের  মানববন্ধন 

জেলা কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উদযাপন

পুলিশের সহায়ক হিসেবে কমিউনিটি পুলিশের প্রয়োজনীতা রয়েছেঃ শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি

Lovelu / ১৬৩ Time View
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

পুলিশই জনতা – জনতাই পুলিশ, কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র, শান্তি – শৃঙ্খলা সর্বত্র এ শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে চাঁদপুরের মানুষের আস্থা ও নিরাপত্তার অকৃত্রিম প্রানের সংগঠন কমিউনিটি পুলিশিং ডে – ২০২২। (যা প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার উদযাপিত হয়ে আসছে প্রতিষ্টা লগ্ন থেকে)।

২৯ অক্টোবর শনিবার সকালে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসন, জেলা কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং বিভিন্ন অঞ্চল সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিসহ সুধীজনের ব্যাপক উপস্থিতিতে জেলা শিল্পকলার মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে অতিথিবৃন্দ কেক কেটে দিবসটি স্মরনীয় করে তুলেন।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন  শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি। তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশ অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমনে দীর্ঘদিন যাবত কাজ করছে। প্রয়োজনের তুলনায় আমাদের দেশে পুলিশের সংখ্যা অনেক কম। এত কমসংখ্যক পুলিশ সদস্য দিয়ে অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাসহ অপরাধ দমন সম্ভব হয়ে উঠে না। এক্ষেত্রে পুলিশের সহায়ক হিসেবে কমিউনিটি পুলিশের প্রয়োজনীতা রয়েছে। আর সেই সহায়ক ভূমিকাই পালন করেছে সারা দেশের কমিউনিটি পুলিশ। তাদের সেবামূলক এই মহতী কাজে আমাদের সকলের সহায়তা করা একান্ত প্রয়োজন। আমরা যদি সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আইনের শাসন মেনে চলি, তাহলে দেশে যেমন অপরাধ প্রবনতা কমে যাবে, তেমনিভাবে উন্নয়নের দ্বারপ্রান্তে উপনীত হবে সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) এর সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

জেলা কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি বিশিষ্ট লেখক ও ছড়াকার ডাঃ পীযুষ কান্তি বড়ুয়ার প্রানবন্ত উপস্থাপনায় অন্যান্যর মাঝে আরো বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডাঃ এস এম সহিদউল্লা, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শেখ মনির হোসেন বাবুল, জেলা ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ সেলিম খান।

অনুষ্টান শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন কমিউনিটি পুলিশিং অঞ্চল ৬ এর সাধারন সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান গাজী, পবিত্র গীতা থেকে পাঠ করেন কমিউনিটি পুলিশিং অঞ্চল ৮ এর সহ সভাপতি সাংবাদিক বিমল চৌধুরী।
এসময় কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং সমম্বয়কারি অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সহ সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, রোটারিয়ান তমাল কুমার ঘোষ, সাধারনসম্পাদক সুফি খায়েরুল আলম খোকন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারনসম্পাদক মোঃ জামাল হোসেন প্রমুখ।

পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন, ইলিশের বাড়ি চাঁদপুর পাশাপাশি আমি মনে করি কমিউনিটি পুলিশের বাড়িও চাঁদপুর। এখানে কমিউনিটি পুলিশিং কার্যক্রম অত্যন্ত সক্রিয় রয়েছে। করোনার কারনে এ কার্যক্রমে কিছুটা ভাটা পড়লেও এখন তা আবার পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে। আমাদের সকলের সহযোগিতা নিয়েই এর কার্যক্রম এগিয়ে যাবে। পুলিশ অপরাধ দমন করে আর কমিউনিটি পুলিশ অপরাধ দমনে সহায়তা করে। আমরা হলাম পোষাকধারি পুলিশ আর ওরা হলো নন পোষাকধারি পুলিশ।

অনুষ্টানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ অলিউল্ল্যাহ আর শ্রেষ্ঠ সিপিএম হিসেবে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শেখ মনির হোসেন বাবুলকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরো অনুষ্টান জুড়েই ছিল উৎসবের আমেজ। কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ কে স্মরনীয় করে রাখার লক্ষে এদিন সকাল সাড়ে ৯ টায় শহরের হাসানআলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক অকিক্রম শেষে চাঁদপুর জেলা শিল্পকলা মিলনায়তনে এসে শেষ হয়।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category