মাহবুব আলম লাভলুঃ
মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে মাস্ক বিতরণ করছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। আজ শনিবার বিকালে তিনি মাস্ক বিতরণ করেন।
এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেন,করোনা মোকাবেলায় সবাই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। প্রত্যেকটি মানুষকে করোনা টিকা নিতে হব। দেশে পযাপ্ত করোনা টিকা মজুদ আছে। কোন মানুষ যাতে টিকা থেকে বাদ না পড়ে সরকার সে হিসাবে কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে দিক নিদেশনা প্রদান করছেন।
সচেতনতা মাধ্যমে করোনা মোকাবেলা করা সম্ভব। তা না হলে করোনা থেকে আমরা কেউ রক্ষা পাবো না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, এএসপি (মতলব সাকেল) ইয়াসির আরাফাত, মতলব উত্তর থানার ওসি মোঃ শাহজাহান কামাল, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, থানা ছাত্র লীগের সাবেক আহবায়ক এড. মহসিন মিয়া মানিক, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, রেফাত উল্লা দজি, মাহবুবুল আলম বাবু প্রমূখ।
এছাড়াও তিনি সুজাতপুর বাজারে মাস্ক বিতরণ করেন।