বিশেষ প্রতিবেদক:
বেলজিয়াম সফররত পররাষ্ট্র মন্ত্রী ডঃ হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পোল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ১ ফেব্রুয়ারী (শুক্রবার)বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ।
গত শুক্রবার সন্ধ্যায়, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত স্পাইছি গ্রিল রেঁস্তোরায় বেলজিয়াম আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত পররাষ্ট্র মন্ত্রীর বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল শেষে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন পোল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ খালিলুল কাইয়ুম, শেখ এরশাদুর রহমান, মোঃ মাসুদুর রহমান তুহিন, মোঃ সিদ্দিকুর রহমান, জাহিদ হাসান মুরাদ ও ডঃ মোঃ আরিফুর রহমান।
উক্ত মিলাদ মাহফিল শেষে পোল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্ব ভার গ্রহন করার জন্য তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পোল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ডঃ হাছান মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রী দায়িত্ব প্রদান করায়।
নবনিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী ডঃ হাছান মাহমুদ, পোল্যান্ড আওয়ামী লীগের নেতৃ বৃন্দের সাথে আলাপকালে, পোল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং পোল্যান্ড আওয়ামীলীগের ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দেন।