মোঃ মাহাফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ পুলিশের সিআইডির ডিআইজি নাজমুল আলম উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্র ছাত্রী এবং গন্ডব মাদ্রাসার ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
শেখ মোঃ সুলতান মাহমুদ বিপ্লব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন, প্রধান শিক্ষক মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়।
১৪/ জানুয়ারী শনিবার সকালে উক্ত বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন নড়াইল সিআইডি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, এবং লোহাগড়া থানার ওসি মোঃ নাসির উদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন এস এম হায়াতুজ্জামান প্রধান শিক্ষক লোহাগড়া সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এবং অত্র স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকরা।
ডিআইজি নাজমুল আলম তার বক্তব্যে স্কুলের উন্নয়নমূলক কাজের জন্য এলাকার সকল বিত্তবান মানুষদের এগিয়ে আসার জন্য আহ্বান করেন।
এসময় উপস্থিত ছিলেন লোহাগড়ার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।