ম.ব.হোসাইন নাঈমঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা মোহাম্মদপুর ইউনিয়ন পূর্ব অঞ্চল বিএনপির মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৪নভেম্বর বিকাল ৩টার সময় ঐতিহ্য বাহি জনতা হাই স্কুল মাঠে মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাবেক সভাপতি আব্দুল হালিম বিএসসির সভাপতিত্বে মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আবু ছায়েদ চৌধুরী।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহব্বায়ক এডঃ আবু হানিফ, সদস্য সচিব শাহজান রানা, যুগ্ম আহব্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, যুগ্ম আহব্বায়ক ইমাম হোসেন টিপু, যুগ্ম আহব্বায়ক ও নোয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি, উপজেলা যুবদল সাবেক সভাপতি আনিছ আহমেদ হানিফ, যুগ্ম আহব্বায়ক শাহজান খাঁন শাজু, যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমান, সদস্য নুরুল হুদা পিন্টু, নূর নবী চৌধুরী।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক সুলতান বাবর, সাইফুল আজম জগলু, ফখরুদ্দিন ফিরোজ, ইউনিয়ন যুবদলের সভাপতি নুর নবী চৌধুরী, সাধারন সম্পাদক মহসিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি মনির হোসেন শুভ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী কিছুদিনের মধ্যেই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। দলের নিবেদিত প্রাণ কর্মী বান্ধব ত্যাগি ব্যক্তিদের কে নিয়ে একটি সুন্দর আহ্বায়ক কমিটি দেওয়া হবে। তাদের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি একটি সুন্দর পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারবে বলে বিশ্বাস করি।
সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং
ইউনিয়ন বিএনপি, যুবদল, মৎস্যজীবী দল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দু উপস্থিত ছিলো।