ম.ব.হোসাইন নাঈমঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপি-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কে একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) সকাল ১০ টায় চাটখিল মহিলা ডিগ্রি কলেজের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদ ও একটিভ ফাউন্ডেশন চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্ল্যাহ চৌধুরী, একটিভ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক সিদ্দিকী ফরহাদ, কলেজ গর্ভর্নিং বডির (বিদ্যুৎসাহী) সদস্য বজলুর রহমান ভিপি লিটন, চাটখিল কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির উল্লাহ, পাঁচগাও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন, পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, উপজেলা আওয়ামীলীগের (সাবেক) সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বি.আর.ডি.বি চেয়ারম্যান ভিপি মিজান , উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাজিব হোসেন রাজু প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০২২ সালে চাটখিল উপজেলায় এসএসসিতে ৯৬ জন, দাখিলে ১৮ জন এবং কারিগরি বোর্ড থেকে ৪ জন শিক্ষার্থীসহ মোট ১১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়, শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদের ও সংবর্ধনা অনুষ্ঠানে পুরুস্কৃত করা হয়, কৃতি শিক্ষার্থী প্রত্যেকের হাতে সম্মাননা হিসেবে সার্টিফিকেট এবং উপহার হিসেবে ব্যাগ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়, শিক্ষার্থী ১০০ জন, অবিভাবক ১০০ জন, প্রতিষ্ঠান প্রধান ১৭ জন সর্বমোট ২১৭ জনকে পুরুস্কৃত করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, একটিভ ফাউন্ডেশন চাটখিল সোনাইমুড়ীর শিক্ষার উন্নয়নে কাজ করে আসছে। তিনি বলেন, গত কয়েক বছর যাবত চাটখিলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে একটিভ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করছে। আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, আজকের এই পুরস্কারের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের যে ভাবে মূল্যায়ন করা হয়েছে, আগামীতেও অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের একইভাবে মূল্যায়ন করা হবে। এসএসসি ও দাখিল পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তিনি উপস্থিত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।