স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সারাবিশ্বের মধ্যে অবিসংবাদিত নেতা। এই মহান নেতার জন্ম না হলে সোনার বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু ছিলেন এদেশের দুঃখী মানুষের নেতা। তাই বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও ধারণ করে আমাদেরকে রাজনীতি করতে হবে। আজকের এই শোক সভায় আমরা বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। ২০ আগস্ট পেয়ারী খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় বক্তাগণ এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তছলিম আহমেদ মিয়াজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবুল খায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতা এমএ আজিজ বাবুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পদাক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ডাঃ ওমর ফারুক কুকিল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোফাচ্ছের হোসেন, ইব্রাহিম মোল্লা, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাসেল পাটওয়ারী নিলয়, ইউনিয়ন শ্রমিক লীগের নেতা হাজি আব্দুল মতিন, যুবলীগ নেতা ডাঃ শিপন, বাবুল তালুকদার, মোঃ খায়ের, ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ শাহীন, বোরহান উদ্দিন জুয়েল, নাজির আহমেদ। মিলাদ-মাহফিল ও দোয়া পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের পেশ ইমাম মাওঃ মোরশেদুল আলম সিরাজী।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা কমল পোদ্দার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ নেতা এসএ সুফি পাটওয়ারী, গোলাম রাব্বানী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আবুল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত সকলের মাঝে গণভোজের খাবার বিতরণ করেন।