কামরুজ্জামান হারুন :
মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী মাইজভান্ডারী নির্দেশে আঞ্জুমান রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া এবং মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ৩ অক্টোবর সোমবার সকালে সোনারগাঁও থানা প্রাঙ্গণ থেকে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ) স্বাগত র্যালী শুরু হয়ে সোনারগাঁও উপজেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শত শত নবীর আশেক,প্রেমিক ,ব্যানার,ফেস্টুন, জাতীয় পতাকা, পাঁচ তারকা নিশানা ও সবুজ রঙের পতাকা নিয়ে ওলামা মাশায়েখ, খলিফা বৃন্দ, আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরামের সদস্যরা জুলুশে অংশ নেন। এর আগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরাম কেন্দ্রীয আহ্বায়ক এবং ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন।
মোনাজাত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা মইনীয়া ওলামায়ে মাশায়েখ ফোরামের সভাপতি খলিফা মাওলানা মমিনুল হক।
খলিফা শাহ মোঃ হানিফ মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক সাব্বির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি খলিফা শাহ মোঃ আবুল কাসেম, খলিফা শাহ মোঃ আব্দুল খালেক, খলিফা শাহ মোঃ রবিউল আউয়াল, সোনারগাঁও উপজেলা মইনীয়া যুব ফোরামের সভাপতি আবু সাঈদ মোহাম্মদ সালেক, শায়ের মোঃ রফিকুল ইসলাম, মুফতী জাকারীয়া হোসাইন, মাওলানা বেলায়ত হোসেন কাদেরী, মুফতী হোসাইন আল আমিন, মাওলানা ইমন হোসেন বাহারী, মাওলানা আতিকুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ কাউসার আহমেদ, সাংবাদিক কবির হোসেন সিপন, হাবিবুর রহমান প্রমুখ।