নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ভোরে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান মতির সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন এর সঞ্চালনায় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী, যুগ্ন সাধারন সম্পাদক মো. আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সাবেক ভিপি বিএমএম জহুরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলদার প্রমুখ।
এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।