মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল):
টাঙ্গাইলের নাগরপুরে পাকুটিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩১ ডিসেম্বর), বিকেলে পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -৬, আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রব শামীম, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান খান শাকিল, মোকনা ইউপি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ফুটবল খেলায় সাভার আশেক আলী মল্লিক ফুটবল একাদশ সাটুরিয়া, মানিকগঞ্জ বনাম কলিয়া ক্রীড়া ও সমাজকল্যাণ সমিতি, নাগরপুরকে ২-০ গোলে পরাজিত করে।