মো. ফিরোজ উদ্দিন, নকলা :
শেরপুর জেলার নকলা উপজেলা স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে।
৪ ডিসেম্বর রবিবার ভোরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা শাহ জামালের মেয়ে নিহত শাহনাজ বেগম(৩৫) দুই সন্তানের মা। ঘতক স্বামী রাসেল মিয়া (৫০) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। খবর থানায় পৌছা মাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এলাকা সুত্রে জানা যায়, নিহত শাহনাজ বেগম ঘাতক রাসেলের সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার প্রথম বিয়ে হয় ২০ আগে পার্শ্ববর্তী সুরুজ মিয়ার ছেলে মানিক মিয়ার সাথে। ১২ আগেই সেই বিবাহ বিচ্ছেদ ঘটে। বর্তমান দুটি সন্তান তার প্রথম স্বামী মানিক মিয়ার। বিবাহ বিচ্ছেদের পর জীবিকার তাগিদে গাজীপুর এক পোশাক কারখানায় চাকরি নেয় শাহনাজ বেগম। চাকরিরত অবস্থায় সেখানের অল্প দিনের পরিচয়ে রাসেলের সাথে তার ২য় বিয়ে হয়। আড়াই থেকে তিন বছর আগে তারা দুজনই শাহনাজের বাড়ি জানকিপুর চলে আসেন। আলাদা বাড়ি বেধে তারা সংসার শুরু করেন। দিনমজুরের কাজ করে রাসেল মিয়া সংসার চালাত। কিন্তু আগের দুটি সন্তান নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া হতো। ওই ঝগড়া তাদের কয়েকদিন পর পর হতেই থাকতো। বিগত দিনের ন্যায় শনিবার দিবাগত রাতে রাসেল মিয়া তার স্ত্রীকে হত্যা করে বাহিরে তালা লাগিয়ে পালিয়ে যায়।
সকালে পরিবারের অন্যান্ন সদস্যরা ঘর তালাবদ্ধ অবস্থায় দেখে অনেক ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে মেঝেতে শাহনাজের রক্তাক্ত লাশ দেখতে পায় তারা। তারপর নকলা থানায় খবর দেয়। এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া তদন্ত করতে আসেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া জানান, নিহত শাহনাজের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের চেষ্টা চলছে। শাহনাজের স্বামী ঘাতক রাসেলকে গ্রেফতারের অভিযান শুরু করেছে পুলিশ। যেখানেই থাক তাকে গ্রেফতার করে আইনের সাজা দেওয়া হবে।