মো. ফিরোজ উদ্দিন, নকলা(শেরপুর):
শেরপুরের নকলায় মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার নূরুল ইসলাম হিরু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর আহম্মেদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শিহাবুল আরিফ, চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও স্থানীয় সাংবাদিকগণ।