মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুর জেলার নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।
১৬ ডিসেম্বর শুক্রবার সকাল থেকেই নানান আয়োজনে দিবসটি দিবসটি উদযাপিত হয়। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠন ও বিদ্যালয়ের পুস্পস্তবক অর্পণ,রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। স্কুল মাঠে কুচকাওয়াজ ও উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা থানা অফিসার্স ইনচার্জ রিয়াদ মাহমুদ প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, কলেজের অধ্যক্ষ গণ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন। উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।