মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল,বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন,আলহাজ্ব আনিসুর রহমান সুজা, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের অন্যান্ন নেতৃবৃন্দ ও ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও অন্যান্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।