মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের নকলায় ১৫০ গ্রাম গাঁজাসহ শামীম মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
৪ ডিসেম্বর রবিবার রাতে গণপদ্দী ইউনিয়নের আদমপুর জামে মসজিদের সামনে পাকা সড়কের উপর থেকে তাঁকে আটক করা হয়।
শামীম আদমপুর গ্রামের সোহরাব আলীর ছেলে।
নকলা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদমপুর জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে শামীমকে আটক করা হয়। পরে তাঁর দেহে তল্লাশী করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এগুলো সে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল। আটক শামীমের নামে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।