মাহবুব আলম লাভলুঃ
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে দেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশে ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে। খারাপ লোকদের কোনোভাবেই নেতা বানানো যাবে না। বসন্তের কোকিলদেরও আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকায় ব্যাপক উনয়ন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এবং বয়স্ক ভাতা, বিধাব ভাতা চালু করছেন।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আরিফ উল্লাহ সরকার, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মিজানুর রহমান, ফরাজীকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেল যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক মহসিন মিয়া মানিক, আওয়ামী লীগ নেতা আলা উদ্দিন প্রধান, আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল রব প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাাধারণ সম্পাদক একেএম আজাদ’সহ দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম জেহাদী।