আব্দুল মান্নান সিদ্দিকীঃ
দিন দুপুরে ঢাকা দোহার সড়কে অটোরিক্সার ব্যাটারি চুরি।
২৯সেপ্টেম্বর দুপুর ২ টা৩০ মিনিটে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ঢাকা দোহার মহাসড়কের মধ্যবাঘরা নামক স্থান হতেঅটোরিক্সার ব্যাটারি চুরির ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী অটোরিকশাচালকস্বপন এ প্রতিনিধিকে জানান,
তিনি রাস্তার পাশে অটোরিক্সাটি রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি তার বাড়িতে চলে যান। মাত্র কয়েক মিনিট ব্যবধানে তিনি ঘটনাস্থলে ছুটে এসে দেখেন,তার রিক্সার সিটে নিচে রক্ষিত ব্যাটারি গুলো খুলে চোরের দল নিয়ে চম্পট দিয়েছে।
তার চিৎকারে এলাকার লোকজনঘটনাস্থলে ছুটে আসেন তবে চোরের দল কে তারা খুঁজে পাননি।
অটোরিকশা চালকস্বপন আরো জানান, রিক্সাটি তিনি ভাড়ায় চালাতেন প্রতিদিন যা আয় হতো তাতে মালিককে ভাড়া দিয়ে বাকি যা থাকতো তা দিয়ে কোনরকম তার সংসার চলত।
চুরি হয়ে যাওয়া ব্যাটারি মূল্য প্রায়২২ হাজার টাকা।
কান্নাজড়িত কণ্ঠে জানান, তার পক্ষে এত টাকা দিয়ে ব্যাটারি কেনা কোন অবস্থায় সম্ভব নয়।